ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বাড়বে শীতের তীব্রতা 

নিজস্ব সংবাদদাতা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশিত: ১৭:৫৩, ৩ জানুয়ারি ২০২৩

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, বাড়বে শীতের তীব্রতা 

ঘন কুয়াশার মধ্যে ভাড়াউড়া চা বাগানে গাছের পরিচর্চা করছেন নারী চা শ্রমিক।  ছবি: জনকণ্ঠ

চা বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। সেই সঙ্গে বইছে মৃদু শৈত্য প্রবাহ। কনকনে ঠাণ্ডা বাতাস আর ঘন কুয়াশায় বির্পযস্ত হয়ে পড়েছে জনজীবন। 

শ্রীমঙ্গল স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আকাশে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে দেরি করে। ফলে কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও কমতে পারে। 

মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের চলাফেরা যেমন কষ্টসাধ্য হয়ে পড়েছে তেমনি ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দুপুর পর্যন্ত রাস্তায় চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

এদিকে কনকনে ঠান্ডা বাতাস, শীত ও ঘন কুয়াশার কারণে বিশেষ করে জেলার চা বাগান ও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে সকাল বেলায় শীতের তীব্রতা সঙ্গে নিয়ে কাজকর্মে বের হতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের সাধারণ মানুষদের।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনের ১০/১২ দিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। কুয়াশা কেটে গেলে শীত আরো বাড়বে। 
 

 

এসআর

×