ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভালুকায় বাজারে অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ

প্রকাশিত: ২১:৩৮, ৯ ডিসেম্বর ২০২২

ভালুকায় বাজারে অগ্নিকান্ড

বাজারে ভয়াবহ আগুন

ভালুকা উপজেলার হবিরবাড়ীর সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে শুক্রবার দুপুরে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে উঠা ফুটপাত মার্কেট পুড়ে গেছে। জানা যায়, ঘটনার সময় উপজেলার সিডষ্টোর বাজার হাবিব মার্কেটের সামনে ফুটপাত এর প্রায় ৩০-৩৫ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফুটপাতের দোকান মালিক হায়দার আলী বলেন, তার দোকানে নগদ টাকা ছিল ৫২ হাজার এবং দোকানে চাদর, লুঙ্গী, গেঞ্জিসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল যা সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় দাঁড়িয়ে থাকা একটি নতুন প্রাইভেটকার পুড়ে গেছে। সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নজিবুল হোসাইন নেভী বলেন, জুমার নামাজ শেষ হলে আমরা মার্কেটে আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। এ সময় প্রায় ৪০টি দোকানসহ মালামাল সব আগুনে পুড়ে যায় এবং প্রাথমিক ধারণা প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
ভালুকা ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আল-মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে দুটি ইউনিটের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

 

×