ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

বাকেরগঞ্জে আনসার সদস্যের উপর হামলা

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ১৮ নভেম্বর ২০২২

বাকেরগঞ্জে আনসার সদস্যের উপর হামলা

হামলা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা আনসার সদস্য সেলিম খানের উপর হামলা করা হয়েছে। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাঠের পোল নামক স্থানে ইউসুফ খান এর দোকানের সামনে এ হামলা করা হয়। 

আনসার সদস্য সেলিম খানের ওপর হামলাকারীরা হলেন- প্রতিবেশি আলতাফ ও তার পুত্র জসিম, সুমন, রানা। হামলায় আনসার সদস্য সেলিমের মাথায় গুরুতর জখম হলে মাটিতে লুটিয়ে পরেন।

স্থানীয় লোকজন আহত আনসার সদস্য সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। হামলার সত্যতা পাওয়া গেছে। তবে এখন পর্যন্তু থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আসামিদের গ্রেফতার করা হবে।

এমএইচ

×