ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়া ইকোপার্কে মারা গেল চিত্রা হরিণ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ০০:০৮, ১৩ নভেম্বর ২০২২

তেঁতুলিয়া ইকোপার্কে মারা গেল চিত্রা হরিণ

তেঁতুলিয়া ইকোপার্কে মারা যাওয়া হরিণ

তেঁতুলিয়া ইকোপার্কে শনিবার সকালে একটি চিত্রা হরিণ মারা গেছে। জেলা সামাজিক বন বিভাগের উদ্যোগে পরিচালিত এই ইকোপার্কে এখন দুটি হরিণ জীবিত আছে। এর আগে আরও দুটি হরিণ মারা যায়। ভারসাম্যহীন পরিবেশ, শীতের তীব্রতা, নিরাপত্তা সংকট ও অবহেলার কারণে হরিণগুলো একের পর এক মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, জেলায় এটি একমাত্র ইকোপার্ক।

এটি যেখানে গড়ে উঠেছে সেই জায়গাটি পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এই ইকোপার্ক প্রদর্শন করে। কিন্তু সরকারি উদ্যোগের অভাব আর অবহেলার কারণে ইকোপার্কটিতে প্রাণীরা মারা যাচ্ছে। এটা খুব দুঃখজনক। এ ব্যাপারে তেঁতুলিয়া বন বিভাগের বিট অফিসার শহীদুল ইসলাম জানান, হরিণটি ভালোই ছিল। হঠাৎ করেই শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরে সকালে দেখি হরিণটি মারা গেছে।

×