ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিরামপুরে আগাম আমন কাটা শুরু ॥ ভাল ফলনে কৃষক খুশি

সাংবাদদাতা, বিরামপুর, দিনাজপুর

প্রকাশিত: ০০:০৪, ৫ অক্টোবর ২০২২

বিরামপুরে আগাম আমন কাটা শুরু ॥ ভাল ফলনে কৃষক খুশি

দিনাজপুরের বিরামপুরে আমন কাটছেন কৃষকরা

বিরামপুর উপজেলায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। এবার আগাম জাতের আমনের আশাতীত ফলন হয়েছে। আগাম ধান কাটায় খাদ্য চাহিদা পূরণ, বাজারে অধিক মূল্য ও কাঁচা খড় বিক্রিতে অধিক দামের মাধ্যমে কৃষকরা সবদিক থেকে লাভবান হচ্ছেন। পাশাপাশি একই জমিতে শীতকালীন সবজি রোপণের প্রস্তুতি নিতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।
হরেকৃষ্ণপুর নাপিতপাড়া গ্রামের কৃষক লাবিবুর রহমান জানান, তিনি প্রায় চার বিঘা জমিতে আগাম জাতের আমন রোপণ করে বিঘা প্রতি ১২-১৪ মণ হারে ফলন পেয়েছেন। হাবিবপুর গ্রামের কৃষক তমিজ উদ্দিন বলেন, তিনি তিন বিঘা জমিতে আগাম জাতের আমন ধান চাষ করেছেন। এই ধানে খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি কাঁচা খড় গো-খাদ্যের জোগান দিচ্ছে। প্রতি বিঘার খড় ৫-৬ হাজার টাকা বিক্রি হচ্ছে। এছাড়া একই জমিতে আবার আলু, সরিষা, কপিসহ শীতকালীন বিভিন্ন প্রকার সবজি/ফসল রোপণের প্রস্তুতিও চলছে। বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপণ করা হয়।

×