ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দুই ইউনিটের উৎপাদন শুরু 

প্রকাশিত: ২২:১৪, ৪ অক্টোবর ২০২২

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দুই ইউনিটের উৎপাদন শুরু 

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হওয়া দুটি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইউনিট দুটি সচল হয়। তবে এখনও বন্ধ রয়েছে আরও তিনটি ইউনিটের উৎপাদন।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ ও সাউথ), ২২৫ মেগাওয়াওয়ট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এবং ৫০ মেগাওয়াটের গ্যাস ইঞ্জিন ইউনিটি এবং ইউনিট-৫ এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহা. আব্দুল মজিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় দুটি ইউনিটের উৎপাদন শুরু হয়। বাকি ইউনিটগুলো সচল করার চেষ্টা চলছে। 

 এসআর

×