ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

একাত্তরে গণহত্যার স্বীকৃতি ও বিচার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ০০:৩৮, ১ অক্টোবর ২০২২

একাত্তরে গণহত্যার স্বীকৃতি ও বিচার দাবিতে মানববন্ধন

একাত্তরের নারকীয় গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাতিসংঘের কাছে একাত্তরে বাংলাদেশে সংঘটিত নারকীয় গণহত্যার স্বীকৃতি দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার ও তাদের এদেশীয় দোসর কর্তৃক নারকীয় গণহত্যার স্বীকৃতির জন্য আগামী ৩ অক্টোবর জেনেভায় জাতিসংঘ সদর দফতরে ‘বাংলাদেশ একাত্তরের গণহত্যার স্বীকৃতি ও বিচার চায়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচীর সমর্থনেই শুক্রবার সকালে শহরের  সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ‘আমরা একাত্তর’ সংগঠনের ব্যানারে মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট অশোক সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, জেলা মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট মায়া ভৌমিক, নারীনেত্রী সালমা হক, শাহীন সুলতানা ইতি, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা উদীচীর সম্পাদক স্বপন বর্মণ প্রমুখ।

×