ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা 

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ আগস্ট ২০২২

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নেত্রকোনায় অগ্নিকাণ্ড

হাওরদ্বীপ খালিয়াজুরী উপজেলার লেপশিয়া বাজারে আগুন লেগে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বুধবার সকাল আটটার দিকে বাজারের দক্ষিণ পাশে ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

লেপশিয়া বাজার বণিক সমিতির সহসভাপতি মজিবুর রহমান জানান, সকাল আটটার দিকে বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। কয়েকজন দূর থেকে হঠাৎ আগুনের কুন্ডলি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরে আশপাশের গ্রামের লোকজন এসে প্রথমে বালতির সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন। তাতেও কাজ না হওয়ায় তারা একটি ড্রেজার মেশিনের সাহায্যে পানি দিয়ে আগুন নেভান। এতে ঘণ্টাখানেক সময় লেগে যায়। ততক্ষণে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে: কেনু মিয়ার নিত্যপণ্যের গুদাম, হাবিবুর রহমানের বরফ কল, ওয়াসিমের মশলা ভাঙানোর মিল, সোহরাবের মশলা ভাঙানোর মিল বয়লার মুরগির দোকান, শহীদুলের জাল-সুতার দোকান, এংরাজ মিয়ার মনোহারি দোকান, সোহরাব মিয়ার বয়লার মুরগি চাঁইয়ের দোকান, শহীদুলের মশলা ভাঙানোর মিল, আবু সালামের বাঁশ-বেতের পণ্যের দোকান আব্দুস সাত্তারের সিডির দোকান। বয়লার মুরগির দোকানগুলোতে ৫শতাধিক মুরগি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহরাব মিয়া বলেন, খালিয়াজুরী উপজেলার অভ্যন্তরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে।

খালিয়াজুরীর ইউএনও এএইচএম আরিফুল ইসলাম বেলা দেড়টার দিকে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হচ্ছে।

 

 

টিএস

×