ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মঙ্গলবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার/ সংবাদদাতা, উখিয়া 

প্রকাশিত: ১৮:৩৪, ১৫ আগস্ট ২০২২

মঙ্গলবার রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার

জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাচলেট মঙ্গলবার উখিয়া রোহিঙ্গা পরিদর্শনে আসছেন। তিনি সোমবার বিকেলে বিমান যোগে কক্সবাজারে পৌঁছে সেখানে রাত্রিযাপন করে মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা শিবিরে পরিদর্শনে আসছেন। 

এসময় রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কক্সবাজার অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামশুদৌজা নয়ন জানান, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার সোমবার বিকেলে বিমান যোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছেছেন। 

মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং উখিয়ার রোহিঙ্গা শিবিরে পরিদর্শন করবেন। ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার আসার কথা রয়েছে মঙ্গলবার। ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কটোর নিরাপত্তা দিয়ে যাচ্ছে। 

রোহিঙ্গা নেতা মোহাম্মদ নুর জানান, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাচলেটকে মিয়ানমারে সেনা সদস্য কর্তৃক ২০১৭ সালে ২৫ আগস্ট রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কথা জানানো হবে। 

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার রোহিঙ্গাদের সঙ্গে মত বিনিময় করারও কথা রয়েছে।  

×