ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চা শ্রমিকদের সড়ক অবরোধ

দৈনিক মজুরি ৩শ’ টাকা দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস

প্রকাশিত: ২২:০১, ১৩ আগস্ট ২০২২

দৈনিক মজুরি ৩শ’ টাকা দাবি

শ্রমিকরা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন

মজুরি বৃদ্ধিসহ বেশকিছু দাবিতে চা বাগানে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছেবাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছেদাবি আদায়ে গত মঙ্গলবার থেকে শুক্রবার টানা চার দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চট্টগ্রাম, সিলেটসহ দেশের চা-বাগানের শ্রমিকরাকিন্তু এতে সাড়া না পাওয়ায় একযোগে  ১৬৭টি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে এ ধর্মঘট ঘোষণা করা হয়

বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকাপ্রতি দুই বছর পর পর চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির চুক্তি হওয়ার কথাবর্তমানে মজুরি চুক্তির মেয়াদ প্রায় ১৯ মাস পার হয়েছেএর মধ্যে সব পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছেফলে দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবি করে শ্রমিকরা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রায় ১৯ মাস ধরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করলেও আমাদের দাবি মেনে নেয়া হয়নিচা শ্রমিকরা কী নিদারুণ কষ্টে আছেন তা মালিকপক্ষ ও সরকারকে বোঝা উচিতবাধ্য হয়েই শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি

হবিগঞ্জ

নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, পাদনের ভরা মৌসুমে  যোগ হয়েছে চা শ্রমিকদের আন্দোলনফলে হবিগঞ্জে চা-শিল্পের জন্য দেখা দিয়েছে অশনিসঙ্কেতশনিবার সকাল থেকে জেলার সব চা বাগানে শুরু হয়েছে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘটএ সময় সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শ্রমিকরাচা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পালসহ বক্তৃতা করেন চা শ্রমিক নেতারাসকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলার চানপুর বাগানের শ্রমিকরা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে চলে আসেন

সেখানে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেনঅপরদিকে বাহুবল উপজেলার কামাইছড়া চা বাগানের শ্রমিকরা হবিগঞ্জ- মৌলভীবাজার সড়কে এসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেনদৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবি জানিয়েছে চা-শ্রমিক ইউনিয়নএ দাবি আদায়ে আন্দোলনে নামেন তারামঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুই ঘণ্টা করে সব বাগানে কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়তবে তাদের এ কর্মবিরতিতে বাগান কর্তৃপক্ষের পরিবর্তন না হওয়ায় এবার ফুঁসে ওঠেন চা শ্রমিকরা

মৌলভীবাজার

নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের শ্রমিকরামৌলভীবাজারের ৯২টি চা বাগানসহ দেশের ১৬৭ টি চা বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করেশনিবার সকাল থেকে জেলার বিভিন্ন চা বাগানের শ্রমিকরা পাতা উত্তোলন ও চা ফ্যাক্টরিতে কাজে যোগ না দিয়ে আঞ্চলিক মহাসড়ক ও ফ্যাক্টরি এলাকায় তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নেনদুপুর ১২টার দিকে বিভিন্ন বাগান থেকে কয়েক হাজার শ্রমিক শ্রীমঙ্গল শহরের চৌমুহনায় জড়ো হন

এ সময় তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পালন করেসমাবেশে চা শ্রমিকরা বলেন, সাপ্তাহিক ছুটি রবিবার ও শোক দিবসের ছুটি আগামী ২দিনওই ২দিনের মধ্যে ৩০০ টাকা মজুরি দাবি না মানলে মঙ্গলবার থেকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে তারাসমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পংকজ পন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ বিভিন্ন ভ্যালি থেকে আসা চা শ্রমিক নেতারা

×