ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাধবপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পূর্ন দিবস কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ 

প্রকাশিত: ১৫:০৮, ১৩ আগস্ট ২০২২

মাধবপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পূর্ন দিবস কর্মবিরতি

মাধবপুরে সারাদিন কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে পূর্ন দিবস কর্মবিরতি পালন চলছে। সারা দেশের ন্যায় নোয়াপাড়া,বৈকন্ঠপুর,জগদীশপুর, সুরমা ও তেলিয়াপাড়া চা বাগান শ্রমিকদের নুন্যতম মজুরি ৩শ টাকা করার দাবিতে পূর্ন দিবস কর্মবিরতি পালন করে প্রতিবাদ সমাবেশ করছে। জানা গেছে, এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে আল্টিমেটামের ৭ দিনের সময়সীমা শেষ হয়ে গেলেও দাবি পূরন না হওয়ায় চা শ্রমিকরা আন্দোলন শুরু করে।

মঙ্গলবার থেকে শুক্রবার প্রতিদিন ২ ঘন্টা কর্মবিরতি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ইতিমধ্যে দাবি না মানায় শনিবার থেকে পূর্ন দিবস কর্মবিরতি ঘোষনা দিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি বলেন, মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে এই চা শিল্পীরা। যে সব শ্রমিকদের চা বাগানে কাজ রয়েছে শুধু টাকা ও  রেশন তারাই পেয়ে থাকেন। এ টাকা ও রেশন দিয়ে দ্রব্য মূল্যের বৃদ্ধির কারনে পুরো পরিবার চালানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে।  তাই একযোগে দেশের ছোট বড় ২শ৩২টি চা বাগানে মজুরি বৃদ্ধির দাবিতে পূর্ন দিবস কর্মবিরতির ঘোষনা দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। আগামীকাল রবিবার সাপ্তাহিক ছুটি এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আমাদের কোন কর্মসূচী থাকছে না। আজ শনিবার বিকেলে  বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বসে আমাদের কর্মসূচি ঠিক করবো। 


 

টিএস

×