ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

পূর্ণিমা ও লঘুচাপের প্রভাব ॥ স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত

চট্টগ্রামে বাণিজ্যপাড়া ও বহু নিচু এলাকায় জোয়ারের পানি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২৩:৪৫, ১১ আগস্ট ২০২২

চট্টগ্রামে বাণিজ্যপাড়া ও বহু নিচু এলাকায় জোয়ারের পানি

বৃহস্পতিবার ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যপাড়া খাতুনগঞ্জ

লঘুচাপ ও পূর্ণিমার প্রভাবে সাগরের পানি অস্বাভাবিক উচ্চতায় রয়েছেবৃষ্টিপাত না হলেও নগরে জোয়ারের আগ্রাসনবৃহস্পতিবার ডুবেছে চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যপাড়া খাতুনগঞ্জ, চাক্তাইসহ বহু নিচু এলাকাএতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী এবং বসবাসকারীরা

খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি ছাড়াই এভাবে বছরের বিভিন্ন সময়ে অস্বাভাবিক জোয়ারে ডুবে যাচ্ছে সড়কগুলোগুদামে পানি প্রবেশের ঘটনাও ঘটছেবিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিচতলায় পানি ঢুকে পণ্যের ক্ষতি হচ্ছেবৃহস্পতিবারের জোয়ার ছিল স্বাভাবিকের চেয়ে বেশিফলে খাতুনগঞ্জের ব্যবসায়িক কর্মকা- ব্যাহত হয়

পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, বিকেল ৩টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় রেকর্ড করার  মতো বৃষ্টিপাত হয়নিতবে সাগরে লঘুচাপ রয়েছেএর জন্য সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর এবং নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছেমাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে

খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন বলেন, বুধবারও জোয়ারের পানি উঠেছিল, কিন্তু বৃহস্পতিবার এর উচ্চতা আগের দিনের চেয়ে বেশিএদিন অপেক্ষাকৃত নিচু এলাকার দোকান ও কিছু আড়তে পানি ঢুকে যায়কর্ণফুলীর ড্রেজিং শেষ না হওয়া এবং খালগুলোর মুখে স্লুইসগেটের কাজ সম্পন্ন না হওয়ায় এ অবস্থা বলে মনে করেন তিনিতিনি বলেন, জোয়ারের পানি আটকাতে না পারলে এ ভোগান্তি থেকে মুক্তি নেই খাতুনগঞ্জ এলাকার ব্যবসায়ী এবং বসবাসকারীদের

চাক্তাই-খাতুনগঞ্জ শুধু নয়, মহানগরীর আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকাও সয়লাব হয় জোয়ারের পানিতেচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিসা কার্যক্রম ব্যাহত হয়চারপাশের সড়কগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়ওই এলাকার অনেক বাড়ির নিচতলা প্লাবিত হয়পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়শিক্ষার্থী এবং কর্মজীবীরা পড়েন দুর্ভোগে

উল্লেখ্য, বন্দরনগরী চট্টগ্রাম আলাদা বৈশিষ্ট্যের শহরএখানে দিনে দুবার জোয়ার হয়লঘুচাপ বা নিম্নচাপের সঙ্গে যদি অমাবশ্যা-পূর্ণিমার  যোগ ঘটে তাহলে সেই জোয়ার হয় অত্যধিক উচ্চতারজলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছেএরমধ্যে কাজ অনেকটুকু সম্পন্ন হলেও খালের মুখের স্লুইচগেটগুলো বসেনিফলে জোয়ারের পানি ঠেকানো যাচ্ছে না

চউকের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস জানান, আগ্রাবাদ এলাকার সড়ক ২০২১ সালে ৩ ফুট উঁচু করা হয়েছেতারপরও জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে

×