ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাদ্দাম আটক 

প্রকাশিত: ১৮:৫৮, ২৯ জুলাই ২০২২

মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাদ্দাম আটক 

ট্রেন দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন নিহত হওয়ার ঘটনায় খৈয়াছড়া রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
মীরসরাই রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

রেলওয়ে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, গেটম্যান পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে আজ দুপুরে মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হন। 

জানা যায়, দুপুর দুইটায় মিরসরাই উপজেলা খৈয়াছড়া ঝর্ণা সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং পরে ট্রেনটিও আটকে যায়। এসময় ঘটনাস্থলেই ১১ জন পর্যটক নিহত হন। মাইক্রোবাসে চালকসহ মোট ১৪ যাত্রী ছিল বলে জানা গেছে।

×