ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

চাহিদা ছোট ও মাঝারি গরুর

চট্টগ্রামে বাড়ছে বেচাকেনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৫৫, ৪ জুলাই ২০২২

চট্টগ্রামে বাড়ছে বেচাকেনা

কোরবানি পশু

চট্টগ্রামে কোরবানির পশুর হাটগুলো জমে উঠছে, ধীরে ধীরে বাড়ছে বিকিকিনিওতবে হাতে কদিন সময় থাকায় ক্রেতারা দর কষাকষি আর বিভিন্ন বাজার যাচাইয়েও ব্যস্তএবার ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশিদাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি বক্তব্যক্রেতারা বলছেন দাম বেশিঅপরদিকে বেপারিরা পশু খাদ্যের মূল্য বৃদ্ধি এবং গত বছরের লোকসানের কথা তুলে ধরছেনঈদ-উল-আজহার বাকি মাত্র ৫ দিনশেষদিকে জমে উঠছে পশুর হাটবেপারিদের হাঁকডাক ও ক্রেতাদের আনাগোনাও বেড়েছেপশু বিক্রি একটু একটু করে বাড়ছেতবে নগরীর বাসিন্দাদের কোরবানি পশু রাখার জায়গার সঙ্কটের কারণে শেষদিকে বিক্রি বাড়বে আশা করছেন ইজারদার ও বেপারিরা

নগরীর ছয়টি হাট ছাড়াও এলাকা এবং বিভিন্ন খামারে কোরবানি পশু বিক্রি চলছেএর বাইরে অনলাইনেও বিভিন্ন খামারিও কোরবানির পশু বিক্রি করছেনমহানগরীর সকল হাটেই সমাগম গত দুয়েকদিনের চাইতে বেশি পরিলক্ষিত হচ্ছেক্রেতারা বাজার ও দর যাচাই এবং পশু কেনার প্রস্তুতিও নিচ্ছেন

ছোট গরুর দাম বেশি নগরীর কোরবানি পশুর হাটগুলোতে পর্যাপ্ত গরু রয়েছেতবে ছোট গরুর সংখ্যা কমতাই বেশিরভাগ হাটেই ৫০ হাজার টাকার নিচে কোরবানির পশুর সংখ্যা অপ্রতুলকুষ্টিয়া, নাটোর, রাজশাহী ও ফরিদপুর থেকে আনা বেশিরভাগ পশুই মাঝারি ও বড়তবে চট্টগ্রামের স্থানীয় বেপারিরা যেসব ছোট গরু বাজারে এনেছেন তার দাম বাড়তিচট্টগ্রাম মহানগরীর হাটগুলোর মধ্যে সবচেয়ে বেশি গরু বিক্রি হয় সাগরিকা বাজারেএই পশুর হাটটি আয়তনে বড় এবং যোগাযোগ সুবিধার কারণে সেখানে দেশের বিভিন্ন জেলা থেকে বেপারিরা তাদের খামারের গরু নিয়ে আসেজানা গেছে, এবারও অন্যান্যহাটের চেয়ে বড় এবং মাঝারি গরু বেশি ওই বাজারেবিক্রিও ভালঅপরদিকে মইজ্জ্যারটেক বাজার বাঁশখালী, আনোয়ারা, সাতকানিয়া গরুতে ঠাসারয়েছে বিভিন্ন আকারের মহিষওতবে দাম ছাড়তে রাজি নয় স্থানীয় বেপারিরা

 

নীলফামারীতে মাঝারি

গরুর চাহিদা বেশি

 

স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, কোরবানির ঈদ সামনে রেখে নীলফামারীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে পশুর হাটবড় সাইজের গরুর দিকে ক্রেতাদের দৃষ্টি নেইসকলে ছুটছে মাঝারি সাইজের গরুর দিকে

রবিবার জেলা সদরের পশুর হাট কালিতলায় গিয়ে দেখা যায় প্রচুর গরু ছাগলের আমদানি হলেও বিক্রি হচ্ছে কমসামনের বুধবার আরেকটি হাট পাবে ক্রেতারা। 

বিক্রেতারা জানান, ভিড় বাড়লেও খুব একটা ক্রেতা পাওয়া যাচ্ছে নাঅল্প সংখ্যক বিক্রি হলেও মাঝারি সাইজের গরু নিচ্ছেন ক্রেতারাবড় গরুর কেউ কিনতে চাইছেন নাতাই বিক্রিও হচ্ছে নাক্রেতারা জানান, ঈদের এখনও ৬ দিন বাকিএখন গরু কিনলে বাড়িতে রেখে লালন-পালন কষ্টসাধ্যতবে, গতবারের চেয়ে গরুর দাম বেশিদেখা যায় সিংহভাগ গরু দেশীমাঝারি সাইজের গরু কিনছেন বেশিরভাগ ক্রেতাইফলে হাটে প্রকারভেদে গরু বেচাকেনা হচ্ছে ৩৬ হাজার থেকে ৭০ হাজার  টাকা পর্যন্ত

নওগাঁয় বাড়তি টোল আদায়ের অভিযোগ

 

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, জেলার কোরবানির হাটগুলোতে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছেহাটগুলো হলো, মান্দা উপজেলার চৌবাড়িয়া হাট, সতীহাট, মহাদেবপুর সদর হাট, মাতাজী হাট ও চকগৌড়ি হাট, নিয়ামত পুরের ছাতড়া হাট, পতœীতলা হাট, বদলগাছীর কোলার হাট, রানীনগরের আবাদপুকুর হাট ও ত্রিমোহানী হাট, আত্রাইয়ের আহসানগঞ্জ হাটএসব হাটে সরকার নির্ধারিত টোলের কোন তালিকা ঝুলানো হয়নিসুযোগ বুঝে ইজারাদাররা নিজেদের খেয়াল খুশিমতো গরু ছাগলের টোল আদায় করে চলেছেকোরবানির পশু গরু ছাগল বেচা-কেনায় ক্রেতা-বিক্রেতা উভয়ের নিকট থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছেএক্ষেত্রে জেলার প্রতিটি হাটে ঈদের আগ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রাসরকারীভাবে টোল রেট বৃদ্ধি করা হলো ৪শটাকাএরপর অতিরিক্ত খাজনা নেয়া হতো ৫শটাকানতুন টোল গরুপ্রতি ১শটাকা বৃদ্ধি করে ৫শটাকা নির্ধারণ করা হয়েছেযা চলমান বাংলা সন অর্থা ১ বৈশাখ ১৪২৯ হতে কার্যকরযতবার সরকারীভাবে টোল রেট বাড়ানো হয়েছে যা অতিরিক্ত টোল রেটের সমানএখন অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে সাড়ে ৫শথেকে ৬শটাকা

নাটোরে জমজমাট

 

নিজস্ব সংবাদদাতা, নাটোর থেকে জানান, শেষ সময়ে বেচাকেনায় মুখর নাটোরের কোরবানির পশুর হাটগুলোরবিবার দিনভর নাটোর শহরের তেবাড়িয়া হাটে কোরবানির পশুর জমজমাট বেচাকেনা হয়েছেঈদের আগে এটিই শেষ হাটফলে এই হাটে বেশিরভাগ ক্রেতা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনেছেনস্থানীয়ভাবে প্রস্তুতকৃত গরু এই হাটে সরবরাহ করা হয়েছেবাইরে থেকে কোরবানির পশু তেমন আমদানি না হওয়ায় এই হাটে তুলনামূলক বেশি দামে কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় খামারগুলোতে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরাএসব খামারগুলোতে দেশীয় জাতের পশুর পাশাপাশি নেপালী, হরিয়ানা, সিন্ধি, জাতের গরু মোটাতাজাকরণ করা হয়েছেনাটোর জেলায় এ বছর প্রায় ১৯ হাজার খামারে সাড়ে ৩ লাখ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণিসম্পদ বিভাগ

বাগেরহাটে ২৫ মণের টিয়ার দাম ১০ লাখ

 

স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, কচুয়া উপজেলার দরিচড় মালিপটন এলাকার বিশ্বজিত বৈরাগীর ষাঁড় টিয়াদেখতে প্রতিদিন উসুক মানুষ ভিড় করছেব্রাহামা জাতের ষাঁড় টিয়াকে দেশীয় পদ্ধতিতে লালন-পালন করছেন৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই ষাঁড়ের ওজন তিন বছরে ২৫ মণ হয়েছেকালো ও বাদামি রংয়ের বিশালাকৃতির এই টিয়াঈদ-উল-আজহায় ১০ লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেনবিশ্বজিত জানানতিন বছর ধরে শুধু কাঁচা ঘাস, খড়, ভুসি খাইয়ে লালন-পালন করেছেন আদরের টিয়াকেবাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুফার রহমান বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে খামারি ও পারিবারিক পর্যায়ে প্রায় ৪০ হাজার গরু পালিত হয়এরমধ্যে কচুয়ার বিশ্বজিত বৈরাগীর টিয়াঅনেক বড় গরুগরুটিকে পালন করতে কোন প্রকার হরমোন ও স্টেরয়েড ব্যবহার করা হয়নি

×