ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আরও ২ সপ্তাহ প্রয়োজন হলে

যতদিন প্রয়োজন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৮:৪৬, ২ জুলাই ২০২২; আপডেট: ২০:২২, ২ জুলাই ২০২২

যতদিন প্রয়োজন ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথিবৃন্দ

বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা

এছাড়া যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে শনিবার বন্যাকবলিত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ক মতবিনিময় সভায় আলোচনা করা হয়

কমিটির সভাপতি বি তাজুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন মুহিবুর রহমান মানিক পরিদর্শন ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন

প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসল, রাস্তাঘাট, স্কুল ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে আরও সপ্তাহ প্রয়োজন হলে এরপরও ত্রাণ প্রদান কার্যক্রম চলবে

এছাড়া বন্যা-প্লাবিত বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ী মেরামতের টিন, স্কুল ঘর মেরামত, পানিবাহিত রোগ-বালাই রোধে ওষুধ প্রদান করা হবে সভা শেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ, স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট  কর্মকর্তাগণ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন

×