ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

প্রকাশিত: ১১:২৪, ১ আগস্ট ২০২১

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক ॥ ঢাকামুখী লেনে গার্মেন্টস শ্রমিকবাহী প্রচুর সংখ্যক গাড়ি ছুটেছে। অপরদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকেও ছুটছে হাজার হাজার যানবাহন। ফলে সেতুর গোলচত্বর থেকে যানজট সৃষ্টি হয়েছে। কর্মস্থলে ফেরা শ্রমজীবীদের বহনকারী হাজার হাজার যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। আজ রবিবার (১ আগস্ট) ভোর থেকেই এ মহাসড়কে পণ্যবাহী ও গণপরিবহনের চাপ দেখা যায়। এতে কখনো ধীরগতি আবার কখনো থেমে থেমে যানজট সৃষ্টি হয়। ঢাকা ও উত্তরবঙ্গ উভয় লেনেই গাড়ির চাপ রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকামুখী লেনে বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সিরাজগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতির সভাপতি ফিরোজ আহমেদ জানান, কড্ডার মোড় এলাকায় শত শত গাড়ির লাইন পড়ে গেছে। ঢাকামুখী ও যানজট আর উত্তরবঙ্গমুখী লেনে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ঢাকামুখী লেনে গার্মেন্টস শ্রমিকবাহী প্রচুর সংখ্যক গাড়ি ছুটেছে। অপরদিকে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকেও ছুটছে হাজার হাজার যানবাহন। ফলে সেতুর গোলচত্বর থেকে যানজট সৃষ্টি হয়ে কড্ডার মোড় ছাড়িয়ে গেছে। কখনো যানজট কমলেও ধীরগতিতে চলছে গাড়ি। তবে পুলিশ যানজট নিরসনে দায়িত্ব পালন করছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!