ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরশন

প্রকাশিত: ০৭:৩৫, ৩১ আগস্ট ২০১৯

গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরশন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেটে গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করছে সিটি কর্পোরেশন। এতে নগরীর ব্যস্ততম নিউমার্কেট ও আমতলা এলাকায় সৃষ্টি হবে তীব্র যানজট। এ ব্যাপারে মার্কেটের ব্যবসায়ীরা আপত্তি জানালেও সিটি কর্পোরেশন আমলে নিচ্ছেনা বলে অভিযোগ তাদের। তবে পার্কি-এর জন্য পর্যাপ্ত জায়গা রেখেই দোকান নির্মাণ করছে বলে দাবি সিটি কর্পোরেশনের। নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নিউমার্কেট। তার কাছাকাছি শাহ আমানত সিটি কর্পোরেশন সুপার মার্কেট। আশপাশের কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানে আসা লোকজন এই মার্কেটের নিচে মোটরসাইকেল পার্কিং করে রাখে। কিন্তু সেই পার্কিংয়ের জায়গায় এখন সিটি কর্পোরেশন নির্মাণ করছে দোকান। এতে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ বলছেন, ফুটপাত দখল করে গাড়ি রাখার কারণে বাড়বে যানজট। ব্যবসায়ী আর ইজারাদার বলছেন, সাবেক মেয়র এম মন্জুর আলম একবার পার্কিংয়ের জায়গায় দোকান নির্মাণ করেছিলেন, এখন করছেন বর্তমান মেয়র। চলতি বছর শামীম কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের বরাদ্দ নিয়ে নিচতলায় পার্কিংয়ের জায়গায় ১২টি দোকান নির্মাণ শুরু করে। তবে কর্পোরেশন বলছে পার্কিংয়ের জায়গা রেখেই দোকান নির্মাণ হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দোহা বলেন, তারা দেখা যায় যে জিনিসপত্র রেখে এলোমেলোভাবে জায়গাটাকে ব্যবহার করছে। ফলে কিছু জায়গা ওইখানে দোকান করার জন্য অনুমোদন দিয়েছি। এ স্থপতির মতে, সরকারি সংস্থাগুলো নিয়ম না মানলে সাধারণ মানুষও সেটা অনুসরণ করবে। স্থপতি আশিক ইমরান বললেন, আমরা আশা করি ইমারত নির্মাণ বিধিমালা সম্পূর্ণভাবে মানা হবে। যাতে করে অন্যরা এটাকে দৃষ্টান্ত হিসাবে দেখতে পারে। ১৯৯৫ সালে এ সুপারমার্কেটটি নির্মাণ করে সিটি করপোরেশন। এতে ২৫০টি ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে।
×