ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে ৩ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু

প্রকাশিত: ০৩:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯

ইবিতে ৩ দিন ব্যাপি একুশে বই মেলা শুরু

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি বই মেলার আয়োজন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এসময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং ইবি বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, ইবি প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। এবারের বই মেলায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকের বই এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থীর বই মেলায় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, "এবারের মেলায় আমরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে এই ধারা অব্যাহত থাকবে। আমাদের দেশে বই মেলা ঢাকা ও শহর কেন্দ্রিক হয়ে গেছে। এটি যদি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামে-গঞ্জে ছড়িয়ে দিতে পারলে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি হবে।"
×