ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ভালুকায় খিরু নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

প্রকাশিত: ০০:১৬, ৫ সেপ্টেম্বর ২০১৭

ভালুকায় খিরু নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকা পৌরসভার খিরু নদীতে সাঁতার কাটতে গিয়ে সোমবার বিকালে সুমন নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ২২ ঘন্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ৪ টায় কিশোরের লাশ উদ্ধার করেছে । জানাযায়,ঘটনার সময় সুমন,আলমগীর,আশিক ও নয়ন চার বন্ধু এক সাথে ঘুরতে এসে ভালুকার খিরু নদীতে সাঁতার কাটতে নামে। হঠাৎ করে সুমন পানির নীচে ডুবে যায় । খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরীর দল মঙ্গলবার বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে মঙ্গলবার ৪ টায় সুমনের লাশ উদ্ধার করে। সুমনের বাড়ি ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।
×