
অনলাইন ডেস্ক ॥ মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় সফল অভিযান শেষে পৌর শহরের বড়হাট আস্তানায় চূড়ান্ত অভিযান শুরু করেছে সোয়াট।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছু সময় পর অভিযান শুরু হয়।
এদিকে সকাল ৭টার দিকে ওই জঙ্গি আস্তানার আশপাশ থেকে গুলির শব্দ শোনা গেছে। তবে ওই আস্তানা থেকে জঙ্গি গুলি ছুড়েছে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি ছুড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা এ জঙ্গি আস্তানা পরিদর্শন করে অভিযানের ছক তৈরি করেছে সোয়াতের কর্মকর্তারা। সোয়াতের অভিযানের খবর পেয়ে স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে নিরাপদে চলে যাচ্ছেন।