
নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় বন বিভাগের আওতাধীন সরকারি খাস জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরীর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে চাম্বল বনবিট কর্মকর্তা আনিছুজ্জামান শেখ। সরকারি খাস জায়গা দখল করে ঘর নির্মাণকে কেন্দ্র করে বননির্ভর জনগোষ্ঠী ও বনদস্যুদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
এ ব্যাপারে চাম্বল বিট কর্মকর্তা আনিছুজ্জামান শেখ জানান সরকারি ২নং খতিয়ানের জঙ্গল চাম্বল মৌজার বি, এস ৪৩৩ দাগের সামাজিক বনায়নের জায়গা দখল করে অবৈধ ভাবে জোর পূর্বক ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে একই এলাকার মোঃ এহছানুল হক নামের এক ব্যক্তি। আমরা নির্মাণকৃত ঘর ভেঙে দিলেও আদেশ অমান্য করে পুনরায় ঘর নির্মাণের কাজ চালাচ্ছেন। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে ১০৭ ধারায় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।