ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাউছার হত্যার প্রতিবাদে খালিয়াজুরিতে অবরোধ

প্রকাশিত: ২০:৫০, ৩১ মার্চ ২০১৬

কাউছার হত্যার প্রতিবাদে খালিয়াজুরিতে অবরোধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার খালিয়াজুরিতে নির্বাচনী সহিংসতায় যুবলীগ কর্মী কাউছার মিয়া নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এবার তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। জানা গেছে, গত ২২ মার্চ ইউপি নির্বাচনের ভোট গণনার সময় খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের আদাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশ-জনতার সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইসহাকের ছোট ভাই যুব লীগ কর্মী কাউছার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত সংখ্যক আসামী করে মামলা করে। ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান শামছুজ্জামান চৌধুরীর (শোয়ের সিদ্দিকীর) বড় ভাই ছানোরুজ্জামান জোশেফ চেয়ারম্যান নির্বাচিত হন।
×