ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

চীনে উহান ভ্রমণে না যাওয়ার পরামর্শ

প্রকাশিত: ১২:৩৬, ২৩ জানুয়ারি ২০২০

 চীনে উহান ভ্রমণে  না যাওয়ার  পরামর্শ

জনকণ্ঠ ডেস্ক ॥ চীনে নতুন নিউমোনিয়া সদৃশ করোনাভাইরাসে নয়জনের মৃত্যুর পর কর্তৃপক্ষ মানুষজনকে উহান ভ্রমণে না যাওয়া এবং উহান থেকে বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। খবর সিনহুয়ার। উহান শহরে বাস করা ৮৯ লাখ মানুষকেও ভিড়ভাট্টা এবং জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। ভাইরাসটি চীনের হুবেই প্রদেশের উহান থেকে চীনের বেশ কয়েকটি প্রদেশে ছড়িয়ে গেছে। এটি ছড়িয়েছে চীনের বাইরে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াতেও। চীনে আক্রান্ত ৪৪০ জনের মধ্যে নয় জনের মৃত্যু হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপমন্ত্রী প্রথম এক সরকারী বিবৃতি দিয়ে বলেছেন, উহানে যাবেন না। আর যারা উহানে আছেন তাদের নগরীটির বাইরে কোথাও না যাওয়ার অনুরোধ করছি। ভাইরাস সংক্রমণে রোগ ছড়িয়ে পড়া ঠেকানো এবং রোগ প্রতিকারের ক্ষেত্রে চীন এখন ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে’ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
×