ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

রাজধানীর তেজগাঁওয়ের একটি ডাস্টবিনে নবজাতকের লাশ

প্রকাশিত: ০৬:৪৮, ১০ ডিসেম্বর ২০১৯

রাজধানীর তেজগাঁওয়ের একটি ডাস্টবিনে নবজাতকের লাশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ স্থানীয় বাবুলবাগ এলাকার ডাস্টবিন থেকে অজ্ঞাত এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক এসআই মোঃ আব্দুল মান্নান জানান, বাবুলবাগ মাঠের পাশে একটি ময়লা ফেলার স্থানে (ডাস্টবিন) নবজাতকের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। কে বা কারা ওই কুমারী মাতাকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে নবজাতকে হত্যা করে তার লাশ এখানে ফেলে গেছে।
×