ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নোয়াখালী থেকে আনসারুল্লাহর চার জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ১৩:০৯, ৯ ডিসেম্বর ২০১৯

 নোয়াখালী থেকে আনসারুল্লাহর চার জঙ্গী গ্রেফতার

জনকণ্ঠ ডেস্ক ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। রবিবার সন্ধ্যায় নোয়াখালীর সুধারাম থানার দুর্গানগর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় বলে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান জানান। খবর বিডিনিউজের। এরা হলো- আব্দুল্লাহ কবির, সোহেল, আরিফুর রহমান হৃদয় ও আনোয়ার হোসেন। তাদের কাছ থেকে বেশ কিছু উগ্র মতাবলম্বী বই উদ্ধার করা হয়েছে এবং তাদের নিয়ে আরও অভিযান চলছে বলে মাহিদুজ্জামান জানান। তিনি বলেন, গ্রেফতারদের সম্পর্কে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
×