ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:০৫, ১৫ জুন ২০১৯

বিদ্যুতস্পৃষ্ট  হয়ে  শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৪ জুন ॥ রাণীশংকৈল উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মনসুর আলী নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, শুক্রবার সকালে রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভ-গ্রামের আলমের ছেলে বাড়ির পাশে অটোরিক্সায় বিদ্যুত চার্জ চলাকালে শিশুটি বাড়ির লোকজনের অগোচরে বিদ্যুতের তারে হাত দেয়। এতে স্পৃষ্ট হয়ে শিশুটি গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে দ্রুত রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×