স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা লে. জে. (অব) মাহবুবুর রহমানকে ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন থেকে বিমানযোগে তাকে ঢাকায় আনা হয়েছে।
শনিবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দরে আসার পথে তিনি সস্ত্রীক সড়ক দুর্ঘটনা আহত হন।