ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা ছুরিকাহত, উত্তেজনা

প্রকাশিত: ০৭:৫১, ৩ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতা ছুরিকাহত, উত্তেজনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার সিপাহীপাড়ায় মঙ্গলবার রাতে রামপাল ইউপি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম তানুকে (২৫) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাঁকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সিপাহীপাড়ার রাস্তার পাশে দোকান নির্মাণ নিয়ে বিবাদের একপর্যায়ে প্রতিপক্ষ জসিমউদ্দিনসহ কয়েকজন তানুকে মারধরের পর ছুরিকাঘাত করে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, আহত ছাত্রলীগ নেতা বাদী হয়ে অভিযোগ দাখিল করেছেন। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
×