
তাপমাত্রা বেড়েছে।
আগের চেয়ে তাপমাত্রা আরও বেড়েছে। ফলে অনেক অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ কেটে গেছে।
রবিবারও (২২ জানুয়ারি) তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এতে আরও কিছু অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার সেখানে তাপমাত্রা বেড়ে হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলেও ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই আজকে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, রবিবার সকালে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক।
টিএস