নভেম্বরে ডেভিস কাপেই শেষবার খেলবেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক।
অবশেষে বিদায় বললেন রাফায়েল নাদাল। আগামী নভেম্বরে স্পেনের হয়ে ডেভিস কাপ খেলার পরই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিলেন ২২ গ্র্যান্ডস্লামের মালিক। ভিডিও বার্তায় দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার প্রসঙ্গে নাদাল বলেন, ‘জীবনে সবকিছুরই শুরু এবং শেষ আছে। বাস্তবতা হচ্ছে- যে কয়েকটি বছর খুব কঠিন কেটেছে, বিশেষ করে সর্বশেষ দুটি বছর। আমার মনে হয় (চোটের কারণে শারীরিক) কিছু সীমাবদ্ধতা নিয়েই আমাকে খেলতে হয়েছে। এটা (অবসরের ঘোষণা) নিঃসন্দেহে কঠিন একটি সিদ্ধান্ত। এ কারণেই সিদ্ধান্তটা নিতে আমার সময় লেগেছে। কিন্তু এ জীবনে সবকিছুরই শুরু আর শেষ আছে।’
নাদাল এসময় আরও বলেন, ‘আমি মনে করি, যতটা ভেবেছিলাম, তার চেয়ে লম্বা আর বেশি সাফল্যময় ক্যারিয়ার শেষ করার এটাই সঠিক সময়।’ ক্যারিয়ারে যারা তাকে উৎসাহ আর প্রেরণা জুগিয়েছেন তাদের সবার প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি যা পেয়েছি, এর জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমি পুরো টেনিস ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই। এই খেলার সঙ্গে সম্পৃক্ত সব মানুষ, আমার সহখেলোয়াড়, বিশেষ করে আমার তীব্র প্রতিদ্বন্দ্বীদের ধন্যবাদ জানাই। আমি আমার ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই।’
ইনজুরির কারণে দীর্ঘ সময় কোর্টের বাইরে থাকার পর চলতি বছরের জানুয়ারিতে প্রতিযোগিতামূলক কোন টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন নাদাল। কিন্তু আবারও ঊরুর চোট ছিটকে ফেলে তাকে। সুদীর্ঘ প্রায় ২৪ বছরের ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লামসহ সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন এই স্প্যানিয়ার্ড। যার মধ্যে রয়েছে সর্বোচ্চ ১৪টি ফ্রেঞ্চ ওপেন জয়ের অবিস্বরণীয় কীর্তি।
বর্ণিল ক্যারিয়ারে রাফায়েল নাদাল চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচের সঙ্গে বেশ কিছু ধ্রুপদি দ্বৈরথ উপহার দিয়েছেন। ফেদেরার, জোকোভিচ ও নাদাল এই ত্রয়ী মিলে জিতেছেন ৬৬টি গ্র্যান্ডস্লাম। যার মধ্যে ফেদেরার ২০ গ্র্যান্ডস্লাম জিতে ইতোমধ্যেই অবসরে চলে গেছেন। অন্যদিকে রেকর্ড ২৪ টি মেজর শিরোপা জিতে জোকোভিচ এখনো কোর্ট মাতিয়ে চলছেন।
মোস্তফা /এসআর