ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

ফাইভ-এ সাইড রাগবি

প্রকাশিত: ২১:২৮, ২৩ মে ২০২৪

ফাইভ-এ সাইড রাগবি

ফাইভ এ-সাইড রাগবিতে অংশ নেবে ১০ দল 

এসআর রাগবি ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় ফাইভ-এ সাইড রাগবি প্রতিযোগিতা কাল শুক্রবার বালক বিভাগের ৬টি ও বালিকা বিভাগের ৪টি দল নিয়ে দিনব্যাপী সোয়ারিঘাট, হাসনাবাদ, কেরানীগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে।

এই  প্রতিযোগিতায় সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও নসরুল হামিদ বিপু। অতিথি হিসেবে থাকবেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, শুভাড্ডা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, কন্ডা ইউনিয়ন চেয়ারম্যান মো. ফারুক, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ আরো অনেকে। 

অংশগ্রহণকারী দলগুলো হলো : বালক বিভাগে-আলফা ইমপ্যাক্ট, বেঙ্গল ব্লেড, দ্য ডিসাইডার্স, সাসপেনশন, মার্টিন্স ও অপটিমাস; বালিকা বিভাগে-ওয়ারলকস, ওয়ারিয়র্স, ভার্সেটাইল ভিশনারিজ ও আনস্টপেবল।
 

 

রুমেল খান 

×