ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেষ আটে ইগা সুইয়াটেক-কোকো গফ ম্যাচ ঘিরে উত্তাপ

ইতিহাস গড়ে কোয়ার্টারে হাদ্দাদ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৩, ৭ জুন ২০২৩

ইতিহাস গড়ে কোয়ার্টারে হাদ্দাদ

ব্রাজিলের টেনিস তারকা বের্তিজ হাদ্দাদ মাইয়া

ইতিহাস গড়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ২৭ বছর বয়সী বের্তিজ হাদ্দাদ মাইয়া। ১৯৬৮ সালে মারিয়া বুনোর পর ব্রাজিলের কোনো নারী খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন গ্র্যান্ডস্লামের শেষ আটে। রোলাঁ গারোঁয় চতুর্থ রাউন্ডে ৩ ঘণ্টা ৫১ মিনিটের ম্যারাথন এক দ্বৈরথে স্পেনের সোরিবেস টোরমোকে হারিয়েছেন ৬-৭ (৩), ৬-৩, ৭-৫ সেটে। চলতি আসর তো বটেই, ২০২৩ ডব্লিউটিএ ট্যুরেও দীর্ঘতম ম্যাচ এটি। কোয়ার্টারে হাদ্দাদ মাইয়ার প্রতিপক্ষ সপ্তম বাছাই তিউনিসিয়ার ওনস জাবের। ফ্রেঞ্চ ওপেনে নারী এককের আরেক কোয়ার্টারে নাম্বার ওয়ান পোল্যান্ডের ইগা সুইয়াটেকের মুখোমুখি হবেন র‌্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্র তারকা কোকো গফ। 
১৩২ নম্বর র‌্যাঙ্কধারী সোরিবেস তৃতীয় রাউন্ডে ‘ওয়াকওভার’ পেয়েছিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন এলিনা রিবাকিনা অসুস্থতাজনিত কারণে। চতুর্থ রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বর খেলোয়াড় হাদ্দাদ মাইয়ার বিপক্ষে প্রথম গেম জয়ের পর দ্বিতীয় গেম হেরে যান। এরপর তৃতীয় গেমে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হার মানেন। ‘আমি মনে করি আমাদের দুজনকেই আবেগ পেয়ে বসেছে। আমি খুবই খুশি ও গর্বিত এ কারণে যে, হাল ছাড়িনি এবং সামর্থ্যরে সবটুকু নিংড়ে দিয়ে চেষ্টা করেছি। এ কারণেই জয়টি আমার প্রাপ্য।’ প্রতিক্রিয়ায় হাদ্দাদ মাইয়ার। কোয়ার্টারে তার প্রতিপক্ষ ওনস জাবের চতুর্থ রাউন্ডে র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা তারকা যুক্তরাষ্ট্রের বার্নার্ড পেরাকে ৬-৩ ও ৬-১ ব্যবধানে হারিয়েছেন।  

ওদিকে সেরা আটে সুইয়াটেক-কোকো গফ ম্যাচ আলাদা উত্তাপ ছড়াচ্ছে। কারণ এক বছর আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সময়ের দুই সেরা পারফর্মার। রোলাঁ গারোঁয় শিরোপা উঁচিয়ে ধরেছিলেন সুয়েটেক। এবার দুই তারকার দেখা হচ্ছে কোয়ার্টার ফাইনালেই। আর ইউক্রেনের লেসিয়া সুরেনকোকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কেটেছেন নাম্বার ওয়ান সুইয়াটেক। যেখানে প্রথম সেটে ৫-১ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। অসুস্থতার কারণে সুরেনকো খেলা চালিয়ে যেতে পারেননি। সুয়েটেককে বিজয়ী  ঘোষণা করা হয়। স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে পা রেখেছেন যুক্তরাষ্ট্রের কোকো গাফ।

×