
নাজমুস সাকিব
বাংলাদেশ রাগবির সর্বপ্রথম ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ আন্তর্জাতিক ম্যাচ অফিশিয়াল হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন নাজমুস সাকিব, যিনি একজন আন্তর্জাতিক রেফারিও বটে।
সাকিব ওয়ার্ল্ড রাগবি ট্রেনার লিও চুয়ানের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ পরীক্ষা দেন গত বছরের ১৬ মে। ৯৫ জনের মধ্যে থেকে মাত্র ৮ রেফারি ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ রেফারি পরীক্ষা দেয়ার সুযোগ পাযন। এদেরই একজন সাকিব।
আট মাস পর আজ বৃহস্পতিবার বাংলাদেশ রাগবি ফেডারেশনের সিইও নাজমুস সাকিবই প্রথম আন্তর্জাতিক রেফারি হিসেবে ওয়ার্ল্ড রাগবি লেভেল -২ সনদপ্রাপ্ত হলেন। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক রাগবি রেফারি হিসেবে নাম লেখাতে সক্ষম হলেন সাকিব।
সাকিব বর্তমানে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড রাগবি লেভেল-২ আন্তর্জাতিক ম্যাচ অফিশিয়াল এবং রাগবি কোচ এডুকেটর, যার জন্য তিনি আন্তর্জাতিক কোচিং ও লেভেল-১ রেফারি কোর্সগুলো বাংলাদেশে করাতে পারবেন ও বাংলাদেশে মানসম্মত কোচ ও রেফারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
রুমেল