ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছোট ভুলের সংশোধন চান পাপন

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২২

ছোট ভুলের সংশোধন চান পাপন

পাপন

সবাইকে অবাঁক করে দিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলঙ্কাঅথচ আফগানিস্তানের কাছে লজ্জাজনকভাবে হেরে যাওয়া দাসুন শানাকাদের সুপার ফোরের টিকেট ছিল অনিশ্চিতসেখানে রুদ্ধশ্বাস ডু অর ডাই ম্যাচেবাংলাদেশকে বিদায় করে সেরা চারে উঠে আসা লঙ্কানরা আর একটি ম্যাচেও হারেনিএকের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে আজ তারা চ্যাম্পিয়নদুবাইয়ে সেদিন ৭ উইকেটে ১৮৩ রান করেও ৪ বল আগে সাকিব আল হাসানদের হারতে হয়েছিল ২ উইকটেছোট ছোট ভুল শুধরে উঠতে পারলে বাংলাদেশও শ্রীলঙ্কার মতো ভাল কিছু করতে পারত বলে মনে করেন বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনএশিয়ান ক্রিকেট কাউন্সিলের আমন্ত্রণে দুবাই গিয়ে বিসিসিআই বস্ সৌরভ গাঙ্গুলী ও পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজার সঙ্গে পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ দেখার পর সংবাদ মাধ্যমকে এ কথা বলেন নাজমুল হাসান

ক্রিকেট হচ্ছে আপনাকে সুযোগের সদ্ব্যবহার করতে হবেশ্রীলঙ্কা সেটা করতে পেরেছেউদাহরণ হিসেবে বলা যায়, ভারত একটা ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছেপাকিস্তান আজকে (ফাইনালে) ক্যাচ মিস করেছে

আমরা ক্যাচ মিস করেছিছোট ছোট ভুলগুলো আমরা যত দিন পর্যন্ত ঠিক করতে না পারব, তত দিন পর্যন্ত এ রকম এ অবস্থা থাকবেবলেন নাজমুল হাসানবিসিবি সভাপতি মনে করেন, শ্রীলঙ্কার কাছে ওই ম্যাচটা হারের কোন কারণ নেইওই ম্যাচটা জিতলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকতবাংলাদেশকে ভাল দলের প্রশংসাপত্র দিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘বাংলাদেশ দল ভালএশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ওই ম্যাচটা না জেতার কোন কারণ নেইআমরা যদি সেই ম্যাচটা জিততাম, তাহলে আমাদেরও সুযোগ আসতে পারতবলা তো যায় নাকিন্তু মাঠের পারফরম্যান্স ক্রিকেটারদের ওপর নির্ভর করেকিন্তু দল খুবই ভাল

 

×