ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনায় প্রাণ গেল আম্পায়ার কোয়ের্টজেনের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪০, ১১ আগস্ট ২০২২

দুর্ঘটনায় প্রাণ গেল আম্পায়ার কোয়ের্টজেনের

আম্পায়ার কোয়ের্টজেনের

আইসিসির এলিট প্যানেলের সাবেক আম্পায়ার রুডি কোয়ের্টজেনআর নেইস্লো ফিঙ্গার অব ডেথখ্যাত দক্ষিণ আফ্রিকান আম্পায়ার এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেনমৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসরে যাওয়ার আগে কোয়ের্টজেন ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেনওই সময়ে যা ছিল রেকর্ড

পরে পাকিস্তানের আলিম দার সেই রেকর্ড ভেঙ্গে দেনবন্ধুদের সঙ্গে একটি গলফ টুর্নামেন্টে অংশ নিয়ে কেপটাউন থেকে ব্যক্তিগত গাড়িতে ইস্টার্ন কেপ-এ যাচ্ছিলেনসেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করতেনএ যাত্রা পথেই দুর্ঘটনার শিকার হনওই সময়ে তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে কোয়ের্টজেন জুনিয়রযুব বয়সে কিম্বার্লিতে ক্রিকেট খেলা কোয়ের্টজেন এক সময় পোর্ট এলিজাথে রেলে কাঠ মিস্ত্রির কাজও করেছেনসেখানেই ১৯৯২-১৯৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ার হিসেবে অভিষেকপরে বিশ্বের সেরা আম্পায়ারদের একজন হয়ে ওঠেন

মাঠে আউটের সিদ্ধান্ত দেয়ার সময় ধীরে ধীরে আঙুল তুলতেন বলে  কোয়ের্টজেনের ডাক নাম হয়ে গিয়েছিল স্লো ডেথঅবসরের পর একটি বই লেখেন তিনিনাম দেন, ‘স্লো  ডেথ:  মেমোরিস অব আ ক্রিকেট আম্পায়ারআলিম দার, মারাস এরাসমাস সহ তার মৃত্যুতে সতীর্থ আম্পাররা শোক জানিয়েছেন

×