ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সময় চাইলেন ওয়ানডে অধিনায়ক মিরাজ

ব্যাটিং ব্যর্থতা যখন বড় মাথাব্যথা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৩৩, ৯ জুলাই ২০২৫

ব্যাটিং ব্যর্থতা যখন বড় মাথাব্যথা

ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন মিরাজ 

শ্রীলঙ্কায় শুরুটা ছিল আশা জাগানিয়া। গলে দারুণ ব্যাটিংয়ে টেস্ট ড্র করে টাইগাররা। কিন্তু কলম্বোতে সেই ব্যাটাররাই পুরোপুরি ব্যর্থ, হার ইনিংস ব্যবধানে। ওয়ানডে সিরিজে হার ২-১ ব্যবধানে, ফল বলছে হোয়াইটওয়াশ হতে হয়নি।

দ্বিতীয় ওয়ানডে জিতে বরং শ্রীলঙ্কার মাটিতে ছিল প্রথমবারের মতো সিরিজ জয়ের হাতছানি। কিন্তু ক্যান্ডিতে স্বাগতিকদের ২৮৫ রানের জবাবে ১৮৬ রানে অলআউট বাংলাদেশের হার ৯৯ রানে। আশ্চর্যের বিষয়, একটি ম্যাচেও পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেন মেহেদি হাসান মিরাজের দলÑ প্রথম ম্যাচে ৩৫.৫, দ্বিতীয়টিতে ৪৫.৫ ও তৃতীয় ম্যাচে ৩৯.৪ ওভারে গুটিয়ে গেছে বাংলাদেশ। ‘তিন ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে না পারাটা অবশ্যই চিন্তার বিষয়।

ঠিকভাবে ব্যাটিং করতে পারলে আমাদের জন্য ভালো হতো। মিডল অর্ডারের ব্যাটসম্যান, আমারও আরও দায়িত্ব নিতে হবে। আমি নিজেও অনেক বল খেলতে পারিনি। এটা আরও ভালো হতে পারত। আমাদের উন্নতির অনেক জায়গা আছে।’ বলছিলেন নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ।
এ নিয়ে সর্বশেষ ১১ ওয়ানডের মধ্যে ৭ বারই পুরো ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ! ব্যাপারটা ভাবাচ্ছে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ককে। ফয়সালার শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন কুসল মেন্ডিস (১১৪ বলে ১২৪), ফিফটি করেছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা (৬৮ বলে ৫৮) কিন্তু বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ¯্রােতের বিপরীতে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। ওপেনার পারভেজ ইমন ও অধিনায়ক মিরাজের ব্যাট থেকে আসে সমান ২৮ রান করে।

শেষদিকে ২৭ রানের ইনিংস খেলেন জাকের আলী, ‘সত্যি বলতে, উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল। ওদের দুই ব্যাটার দুর্দান্ত ব্যাট করেছে; বিশেষ করে কুশল মেন্ডিস। আমরা কখনোই তাদের ওপর চাপ তৈরি করতে পারিনি। আমার মনে হয়, রাতে উইকেটটা আরও ভালো হয়ে গিয়েছিল। কিন্তু আমরা একের পর এক উইকেট হারিয়ে ফেলি, আর সেখানেই ম্যাচটা হাতছাড়া হয়ে যায়।’ এর পরই বললেন আসল কথাটা, বলেন অধিনায়ক, ‘আমরা গত কয়েকটি ম্যাচেও ৫০ ওভার খেলতে পারিনি। এটি সবচেয়ে বড় চিন্তার কারণ। সঠিকভাবে ব্যাট করতে পারলে ফল ভিন্ন হতে পারত। আমরা ড্রেসিংরুমে এ নিয়ে কথা বলেছি।

মিডল অর্ডারে যারা আছে, তাদের আরও দায়িত্ব নিতে হবে। এখানে আমরা কেউই ভালো করতে পারছি না। এই জায়গাগুলোয় আমাদের উন্নতি করতে হবে।’ 
নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে নিজের খেলায় ঘাটতি কোথায়, সেটিও খোলাখুলি স্বীকার করেছেন মিরাজ,‘এই সিরিজ থেকে আমি নিজের খেলা নিয়েও অনেক কিছু শিখেছি। কোথায় দুর্বলতা আছে, আর কীভাবে উন্নতি করা যায়, সেসব নিয়ে ভাবছি। সামনে আরও খেলা আছে। কোচের সঙ্গে কথা বলে এসব জায়গায় কাজ করার চেষ্টা করব।’ ১১৪ বলে ১৮ চারে করেছেন কুসল মেন্ডিস ১২৪ রান। উইকেটরক্ষক হিসেবে ধরেছেন এক ক্যাচ ও একটি স্টাম্পিং করেছেন।

ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ দুটি পুরস্কারই উঠেছে তার হাতে, লঙ্কান এ তারকা বলেছেন,‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। ভালো দল। তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের দল বেশ ভালো। তাতে শীঘ্রই বাজে সময় কাটিয়ে উঠে নিজেদের জায়গায় তারা যেতে পারবে।’  

প্যানেল মজি

×