ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু, যেভাবে পাওয়া যাবে!

প্রকাশিত: ২২:২০, ২৬ মে ২০২৫

বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু, যেভাবে পাওয়া যাবে!

ছবিঃ সংগৃহীত

আসন্ন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফুটবল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রাত ১০টা থেকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ক্লাব হাউজ ২ এবং নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট অনলাইনে পাওয়া যাবে।

টিকিট সংগ্রহে আগ্রহীরা নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আজ রাত ১০টা থেকেই কিনতে পারবেন এই দুই গ্যালারির টিকিট। ম্যাচটিকে ঘিরে ভক্তদের মাঝে উন্মাদনা থাকায় বিক্রির শুরুর আগেই ব্যাপক সাড়া পড়েছে।

এদিকে, পূর্ব পাশের গ্যালারির টিকিটও খুব শিগগিরই উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। সেই আপডেটও দ্রুত জানিয়ে দেওয়া হবে বাফুফের পক্ষ থেকে।

বাংলাদেশ ও সিঙ্গাপুরের এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে বাড়ছে উত্তেজনা। টিকিট নিশ্চিত করতে আগ্রহীদের নির্দিষ্ট সময়েই অনলাইনে প্রবেশের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

আলীম

×