ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচনে ভিন্ন আয়োজন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:১৮, ৯ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচনে ভিন্ন আয়োজন

এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন

দেশের  সার্বিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে দেশের ক্রীড়াঙ্গনের চেহারা। সে ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে অভিনবত্ব আনতে নানা উদ্যোগ নিচ্ছে।

সরকারের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর জাঁকজমকভাবে আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। একই ঝলক দেখা গেছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের শিরোপা ট্রফি উন্মোচন অনুষ্ঠানেও।

আগামী ১১ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সিলেটের দুই মাঠে হবে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট। দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। ইতোমধ্যে অংশগ্রহণকারী ৮ দলের স্কোয়াড ও সূচি প্রকাশ করা হয়েছে। 

গতকাল রবিবার বিকালে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আট দলের অধিনায়ক এবং বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে উন্মোচন করা হয় নজরকাড়া ট্রফি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিল ভিন্নমাত্রার আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই আট দলের প্রতিনিধিরা একই রঙের জার্সি পরে অংশ নেন একটি পাজল গেমে।

মঞ্চের পেছনের বোর্ডে বাংলাদেশের মানচিত্রে নিজের বিভাগকে চিহ্নিত করে পাজল সম্পন্ন করেন প্রতি দলের প্রতিনিধিরা। এরপর ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় উন্মোচিত হয় সোনালি ট্রফি। ট্রফি উন্মোচন শেষে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন আট দলের প্রতিনিধিরা। 

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সব দলের প্রতিনিধিরা শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানান। চট্টগ্রাম বিভাগের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি বলেন, ‘আমাদের দলে তামিম (ইকবাল) ভাই আছেন। তার অভিজ্ঞতা ও সমর্থনে আমরা ভালো খেলতে পারব। শিরোপা জয়ের লক্ষ্য তো থাকছেই।’ ঢাকা মহানগরের অধিনায়ক মোহাম্মদ নাঈম শেখ বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ এমন টুর্নামেন্ট আয়োজনের জন্য। এতে বিপিএলের আগে দলগুলো ছন্দ পাবে, অনেকে খেলার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা।’

দেশে বিপিএল ছাড়া আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। ফলে এই ফরম্যাটে ভালোমানের ক্রিকেটার খুঁজে পাওয়া ছিল কঠিন। অনেক ক্রিকেটার আছেন, যারা বিপিএলে দল পান না। এসব ক্রিকেটার সারা বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগই পেতেন না। তাদের জন্য জাতীয় লিগের টি-টোয়েন্টি ফরম্যাট হতে যাচ্ছে দারুণ একটি সুযোগ। যেখানে শুধু লোকাল ক্রিকেটারটাই অংশ নেবেন। 

এদিকে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসরের শেষ হতেই ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের এগারোতম আসর। মারকাটারি এই আসরের আগে ঘরোয়া লিগে নিজেদের প্রস্তুতিও সারবেন ক্রিকেটাররা। বিপিএলের মূল লড়াইয়ে আগে যে কাজে দেবে, তা নিঃসন্দেহে বলা যায়।

শহীদ

×