পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, বর্তমানে সৌদি আরবের আল-নাসর এফসি-তে খেলা এই ফুটবলার ইসলাম গ্রহণ করতে চান বলে দাবি করেছেন তার প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আবদুল্লাহ। তিনি একটি সরাসরি টিভি শোতে এই তথ্য প্রকাশ করেন।
আরব টিভি শো আল-হিসা আল-আখিরা-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওয়ালিদ আবদুল্লাহ জানান, রোনালদো ইসলাম ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা দেখিয়েছেন এবং তার কৌতূহল ও গ্রহণযোগ্যতার উদাহরণ দিয়েছেন।
“রোনালদো সত্যিই ইসলাম গ্রহণ করতে চান। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি তার আগ্রহ প্রকাশ করেছেন,” বলেছেন ওয়ালিদ, মরক্কো ওয়ার্ল্ড নিউজের বরাতে।
ওয়ালিদ আরও বলেন, “আমি তাকে ইসলাম সম্পর্কে জানিয়েছি। তিনি নামাজের অর্থ এবং ইসলামের নানা বিষয় সম্পর্কে জেনেছেন। তিনি মুসলিম খেলোয়াড়দের নামাজ পড়তে উৎসাহ দেন এবং কখনও কখনও কোচকে অনুরোধ করেন যেন আজানের সময় অনুশীলন বন্ধ রাখা হয়।”
তিনি উল্লেখ করেন, রোনালদো মাঠে গোল করার পর সিজদায় যান, যা একজন মুসলমানের জন্য কৃতজ্ঞতা ও সমর্পণের প্রতীক।
২০২৩ সালের মে মাসে আল-ইত্তিহাদের বিরুদ্ধে আল-নাসেরের হয়ে গোল করার পর রোনালদো সিজদায় যান।
ওয়ালিদ আরও জানান, রোনালদো নিশ্চিত করেন যে তার মুসলিম সহকর্মীরা প্রশিক্ষণের সময় নামাজ পড়ার জন্য যথেষ্ট সময় পান।
একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সাবেক তুর্কি-জার্মান ফুটবলার মেসুত ওজিল দাবি করেন, রোনালদো তাকে বিসমিল্লাহ বলতে মনে করিয়ে দিতেন, যা তার ইসলামের প্রতি আগ্রহের আরেকটি ইঙ্গিত। বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে। এটি মুসলিমরা সাধারণত কোনো কাজ শুরু করার আগে বলে।
ওয়ালিদের সাক্ষাৎকারের পর, অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী রোনালদোর জন্য দোয়া করছেন। “আল্লাহ যেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ইসলাম গ্রহণের সঠিক পথে পরিচালিত করেন,” এমন মন্তব্য করেছেন একজন ব্যবহারকারী।
রোনালদোর ছেলের প্যালেস্টাইনের ঐতিহ্যবাহী কেফিয়াহ পরিহিত একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। এটি প্যালেস্টাইনের প্রতি সংহতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
রোনালদো, যাকে ভক্তরা CR7 নামে ডাকেন, ইউরোপীয় ফুটবলের আইকনিক ব্যক্তিত্ব। তিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন।
তিনি ২০১৬ সালে পর্তুগালের জাতীয় দলের প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি জিততে সহায়তা করেন।
২০২৩ সালের জানুয়ারিতে তিনি সৌদি আরবের আল-নাসের ক্লাবে যোগ দেন।
নাহিদা