ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ১৯:২৪, ২৯ নভেম্বর ২০২৪

৬৪ জেলার প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার।

দেশের ৬৪ জেলার বিভিন্ন বয়সের প্রতিযোগীদের নিয়ে মাদারীপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোরে মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সামনে থেকে ২৫০জন প্রতিযোগীদের নিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। 

কেকেএমআরসির আয়োজনে ভোর ৫ টা ৪০ মিনিটে ২১কি.মি ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রথম শুরু হয়। এরপর একই স্থান থেকে সকাল ৬টায় শুরু হয় ১০ কি.মি. ম্যারাথন দৌড় প্রতিযোগীতা প্রায় ২ঘন্টা ৩০মিনিট সময় নেয়। দৌড় প্রতিযোগীতা শেষে প্রতিযোগীতের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী বিজয়ীদের নগদ অর্থসহ পুরস্কার বিতরণসহ সকল প্রতিযোগীকে পুরস্কৃর করা হয়। এসময় দুটি ধাপে ৬টি ক্যাটগরিতে ম্যারাথন প্রতিযোগিরা অংশগ্রহণ করে।

২১কি. মি. দৌড় প্রতিযোগীতায় ১ম হয়েছে পল্লব শেখ, তৃশা কচি ও জসিম উদ্দিন, ২য় হয়েছে মাইনুল ইসলাম , রেজাউনা পারভিন ও আমিনুর রহমান, ৩য় হয়েছে সাইম শেখ, নাসরিন আক্তার ও বিল্পব পোল। ১০কি:মি: দৌড় প্রতিযোগীতায় ১ম হয়েছে আশরাফুল আলম, সামিমা ইয়াসমিন, খোরশেদ আলম, ২য় হয়েছে আমির হোসেন আমু ও সোহান মাদিয়া, হুমায়ন কবির, ৩য় হয়েছে রহিমউদ্দিন, নাসরিন আক্তার সিমু ও জিয়াউর রহমান।

পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, নিরাময় হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক ডা. গোলাম সারোয়ার। ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজক ও কেকেএমআরসি স্বত¦াধিকার আবুল ফজল লেলিন।

এ প্রতিযোগিতার আয়োজক কেকেএম আরসিএর  স্বত্বাধিকারী আবুল ফজল লেলিন বলেন, ‘সুস্থ শরীরের কোন বিকল্প নেই। সুন্দর স্বাস্থ্য মানে সুন্দর মন, আর শারীরিক সুস্থতা বজায় রাখতে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা নিজের জন্য সময় বের করতে হবে। এ ধরণের আয়োজনের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চাই।
স্বতঃস্ফূর্তভাবে সবাই এতে অংশগ্রহণ করেছে, যা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং আকর্ষণীয়ভাবে এমন আয়োজন করা হবে।’

মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘এ ধরণের প্রতিযোগিতা মাদারীপুরে মাঝে মধ্যে হলেও এভাবে বড় পরিসরে কখনো করা হয়নি। এমন উদ্যোগ সত্যিই দারুণ। সুস্থ থাকার জন্য এ ধরণের আয়োজন আরো বেশি হওয়া উচিত।’ এ ব্যতিক্রমী আয়োজন শহরের মানুষদের মধ্যে শারীরিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে এবং আমরা চাই আপনারা আগামীতে এই সুন্দর আয়োজনে সাথে আমাদের মাদারীপুরের শিক্ষার্থীদের সাথে রাখবেন।’
 

রিয়াদ

×