ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

হারলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ নভেম্বর ২০২৪; আপডেট: ০৮:৫৭, ১৫ নভেম্বর ২০২৪

হারলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা!

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডেরেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করে।

 

আসুনসিওনে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে। ১৮তম মিনিটে আন্তোনিও সানাব্রিয়া বাইসাইকেল কিকের মাধ্যমে দুর্দান্ত এক গোল করে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্যারাগুয়েকে এগিয়ে দেন। এর আগে গুস্তাভো গোমেজের একটি হেড ক্রসবারে আঘাত করলে আরও গোল খাওয়া থেকে বাঁচে আর্জেন্টিনা।

 

অবশ্য ম্যাচটিতে আগে গোল আর্জেন্টিনাই করে। ম্যাচ শুরু হওয়ার ১১ মিনিটের মাথায় লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। সেই গোলের পর বড় জয়ের স্বপ্ন দেখা আর্জেন্টিনা মাটিতে নামে কিছুক্ষণের মধ্যে গোল খেয়ে। তবে লাউতারোর গোলটি প্রথমে অফসাইড হিসেবে বাতিল হলেও ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

 

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে প্যারাগুয়ে আরো একটি গোল করে এগিয়ে যায়। ওমার আলডেরেটের হেডটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জালে জড়ায়। এরপর আর্জেন্টিনার পক্ষে সমতা আনার বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি হয়, তবে টাটি ক্যাস্টেলানোসের প্রচেষ্টা এবং মেসির শটগুলি গোলের বাইরে চলে যায়।

শিহাব উদ্দিন

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে