ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

কোচিংয়ে ফুল ফোটাতে চান আশরাফুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:৩৯, ১৪ নভেম্বর ২০২৪

কোচিংয়ে ফুল ফোটাতে চান আশরাফুল

.

বাংলাদেশের ক্রিকেটে আশা-ভরসা-হতাশার আরেক নাম মোহাম্মদ আশরাফুল। প্রথম গ্লোবাল সুপারস্টার তিনি। ফিক্সিং নিষেজ্ঞায় অকালে ঝড়ে যাওয়া এক ফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও গর্বের জাতীয় জার্সিটা আর গায়ে চাপানো হয়নি। ৪০ বছর বয়সে এবার ক্রিকেটার গড়ার কারিগর হয়ে ফিরে এলেন নতুন ভূমিকায়। আসন্ন বিপিএলে রংপুরের সহকারী কোচ আশরাফুল বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুরের একাডেমি মাঠে নেমে পড়লেন শিষ্যদের নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে আসন্ন গ্লোবাল টি২০ টুর্নামেন্টে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে রংপুর রাইডার্স।

সেখানেই নিজের কোচিংসহ আরও অনেক বিষয়ে কথা বলেছেন অ্যাশ। জানিয়েছেন বড় লক্ষ্যের কথা (জাতীয় দল), তবে তার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে চান। ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় জিতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’ বলেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। বিপিএলে আশরাফুলের রংপুরে প্রধান কোচের দায়িত্বে থাকছেন মিকি আর্থার। কোচিং ক্যারিয়ারে আশরাফুলের শেখার আগ্রহ যে অনেক, সেটা আজ তাঁর কথায় বোঝা গেছে। বাংলাদেশের তারকা এই ব্যাটার বলেন, ‘গত বছরই রংপুরের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ছিল, তবে এবার যুক্ত হলাম। রংপুরের পাশাপাশি একটি একাডেমিতেও কোচিং করছি। এই পেশাটা উপভোগ করতে চাই এবং ভবিষ্যতে আরও কিছু শেখার পরিকল্পনা রয়েছে।’ সম্প্রতি মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে জাতীয় দলে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেরিতে হলেও বিষয়টাকে ইতিবাচকভাবে দেখছেন আশারাফুল, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে (দেশী কোচ নিয়োগ) অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষে কোচিংয়ে নতুন যাত্রা শুরু করছেন আশরাফুল। গত বছর আইসিসির ‘লেভেল-৩ কোচ শিক্ষা কোর্স’-এর সার্টিফিকেট পেয়েছেন তিনি। এবার বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। ৩০ ডিসেম্বর বিপিএল শুরুর আগেই গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর। উইন্ডজে আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল লিগ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচ দেশের পাঁচটি দল।
স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে আছে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। ‘আমাদের ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়। কঠিন হবে। তবুও আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা’ বলেন আশরাফুল।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে