ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

অধিনায়কত্বের অভিষেকেই মিরাজের ম্যাজিক

মো. মামুন রশীদ

প্রকাশিত: ০০:৩৬, ১২ নভেম্বর ২০২৪

অধিনায়কত্বের অভিষেকেই মিরাজের ম্যাজিক

.

অনূর্ধ্ব-১৯ দলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে খেলেছেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে হয়েছে উল্টো। শান্তর নেতৃত্বে খেলছেন মিরাজ। সম্প্রতিই ওয়ানডে ও টেস্ট দলের সহঅধিনায়ক হয়েছেন মিরাজ। তাকে পরবর্তী অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তৈরি করছে সেটি যেন এর মাধ্যমেই স্পষ্ট হতে থাকে।

আর সোমবার আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো মিরাজের। ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমেছেন তিনি নতুন এই পরিচয়ে। কুঁচকির ইনজুরির কারণে এদিন আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক শান্ত। সেজন্য তার পরিবর্তে এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস করেছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে এদিনই অভিষেক হয়েছে তার। এমন দিনে ৬৬ রানের দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। এ ছাড়া একই ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন ২ টেস্টের সিরিজও খেলতে পারবেন না শান্ত। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক হিসেবে এই সফরেও অধিনায়কত্ব মিরাজেরই করার সম্ভাবনা। যদিও বিসিবি সে বিষয়ে কিছু জানায়নি।
কিছুদিন আগে জানা যায় শান্ত আর বাংলাদেশ দলের নেতৃত্বে থাকতে চাইছেন না। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে হওয়া ২ টেস্টের সিরিজ শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বিসিবির কাছে মৌখিকভাবে জানান তিনি। ওই সময় শান্তর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ওয়ানডে ও টেস্টে মিরাজের নামটাই উচ্চারিত হয়েছে। তবে সিরিজ শেষে অবশ্য এ ধরনের কোনো আলোচনার রেশ দেখা যায়নি। কারণ আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দল শান্তর নেতৃত্বেই ঘোষণা করা হয়। এ ছাড়া রবিবার রাতে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ জনের যে টেস্ট দল ঘোষণা করে সেই দলের অধিনায়ক করা হয় শান্তকেই। তবে উভয় স্কোয়াডে সহঅধিনায়ক করা হয় মিরাজকে। আরব আমিরাতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শান্তর নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৪৭ রান করেন শান্ত, কিন্তু দল হেরে যায় ৯২ রানে। দ্বিতীয় ম্যাচে তিনি ৭৬ রান করেন এবং দলও জয় পায় ৬৮ রানে। তবে দ্বিতীয় ম্যাচ চলার সময়েই কুঁচকির সমস্যায় পড়েন শান্ত। এরপর তার এমআরআই করে জানা যায় বাঁ পায়ের কুঁচকিতে গ্রেড-২ পর্যায়ের স্ট্রেইন রয়েছে তার এবং তা সেরে উঠতে ২ সপ্তাহ সময় লাগবে। যে কারণে আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজ খেলতে পারবেন না শান্ত।
শান্ত ২৪ টি২০, ১০ টেস্ট ও ১১ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ফেলেছেন বাংলাদেশ দলকে। ৭ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছেন তিনি। ৩৩ টেস্ট ও ৪৭ ওয়ানডে খেলেছেন শান্ত। আর যুব ক্রিকেট দলে তার অধিনায়ক মিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন ২০১৬ সালে। সবমিলিয়ে ৪৯ টেস্ট ও ৯৯ ওয়ানডে খেলেছেন তিনি সোমবারের আগ পর্যন্ত। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে সোমবার ক্যারিয়ারের ১০০তম ওয়ানডে খেলতে নেমেছেন তিনি। সর্বশেষ এই কৃতিত্বটা দেখান মুস্তাফিজুর রহমান।

সবচেয়ে বেশি ২৭২ ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। মাইলফলক ছোঁয়ার দিন আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে মিরাজের। ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে বেশ আগে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন। দেশের ১৭তম ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরুর দিনে দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। ৭২ রানে ৪ উইকেট হারানোর পর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে করেছেন ১৪৫ রানের জুটি। ১১৯ বলে ৪ চারে ৬৬ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডেতেই অর্ধশতক হাঁকানোর দিক থেকে পঞ্চম তিনি। তবে বড় ইনিংস খেলার দিক থেকে নেতৃত্বে অভিষেকে তৃতীয় সেরা ইনিংস খেলেছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডেতে আমিনুল ইসলাম বুলবুল ১৯৯৮ সালের ১৪ মে মোহালিতে ভারতের বিপক্ষে ৭০, হাবিবুল বাশার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালের ১০ মার্চ ৬১, সাকিব আল হাসান ২০০৯ সালের ২৬ জুলাই ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৪ এবং গত বছর ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে শান্ত ৭৬ রানের ইনিংস খেলেন।

×