ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

বিস্ময়কর হারের দায় কার?

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৬, ৮ নভেম্বর ২০২৪

বিস্ময়কর হারের দায় কার?

নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ দলের হঠাৎ করেই যেন ছন্দ কেটে গেছে। পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জয়ের অবিস্মরণীয় কীর্তির পর আর জেতেনি তারা। পাকদের হোয়াইটওয়াশ করে ভারত সফরে ও দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি২০ সিরিজেও ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। বাকি ছিল ওয়ানডে। এবার নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা আফগানিস্তানের কাছে ওয়ানডেতেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ।

বুধবার রাতে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অবিশ^াস্য ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে সবাইকে অবাক করেছেন নাজমুল হোসেন শান্তরা। নানা দৃষ্টিকোণ থেকে অনেকে বিষয়টা ব্যাখ্যা করেছেন। ২৩ রানে ৮ উইকেট, কিংবা ১১ রানে ৭ উইকেট অথবা সর্বশেষ ১৮ বলে মাত্র ৮ রানে ৬ উইকেট হারানোর কথা যেভাবেই ব্যাখ্যা হোক তা বিস্ময়করই। মাত্র ৫ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে ১৮ বছরের তরুণ মোহাম্মদ গজানফরের অফস্পিনেই নাজেহাল হন বাংলাদেশী ব্যাটাররা। শান্ত দায়টা ব্যাটারদের ব্যর্থতাকেই দিয়েছেন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার। নাসুম আহমেদ ও নাহিদ রানা প্রথম ওয়ানডের জন্য যেতে পারেননি ভিসা জটিলতায়। অবশেষে তারা দুবাই পৌঁছেছেন।
বোলাররা বরাবরের মতোই শারজায় দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু শুরুর দিকের ছন্দটা বোলাররাও ধরে রাখতে পারেননি। বিশেষ করে বাংলাদেশী স্পিনাররা বোলিংয়ে আসার পর স্বচ্ছন্দে ব্যাট করেছেন আফগানিস্তানের বাকি ব্যাটাররা। তাই আফগানরা ৭১ রানে ৫ উইকেট (৩৫ রানে ৪ উইকেট) হারানোর পর আর ভালো কিছুই হয়নি বোলারদের কাছ থেকেও। এ বিষয়ে শান্ত বলেছেন,‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভার আমরা খুবই ভালো বোলিং করেছি। তবে মাঝের সময়টায় আমরা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারিনি আমরা।

উইকেটে বাউন্স ছিল নিচু। আমাদের কেবল প্রয়োজন ছিল লম্বা সময় ধরে সঠিক জায়গায় বল রেখে যাওয়া।’ আফগানরা বিপাকে পড়েও পরবর্তীতে যেভাবে ব্যাট চালিয়ে একটা ভালো স্কোরে পৌঁছেছে বাংলাদেশের ব্যাটাররা তা পারেনি। এ বিষয়ে শান্ত বলেছেন, ‘আমার মনে হয়, আমার উইকেটই আজকের ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। কারণ আমি থিতু হয়ে গিয়েছিলাম। এছাড়া মিরাজ, সৌম্য, আমরা ৩০-৪০ রান করে আউট হয়েছি। এই ধরনের কন্ডিশনে আরও লম্বা সময় ব্যাট করা প্রয়োজন ছিল। আজকের ব্যাটিংয়ে এটিই ছিল মূল সমস্যা।’
বাংলাদেশ দলের প্রস্তুতি ঘাটতি ছিল না বলেই দাবি করেছেন শান্ত। এজন্য পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার। তিনি বলেছেন,‘প্রস্তুতি দুর্দান্ত ছিল আমাদের, আজকের দিনটি আমাদের ছিল না। আশা করি, পরের ম্যাচে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।’ শান্তদের ভরাডুবি নিয়ে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও বিস্ময় প্রকাশ করেছেন। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছেন,‘জয়-পরাজয় তো থাকতেই পারে, কিন্তু অধিনায়কত্ব আর ব্যাটিং পরিকল্পনা দেখে সত্যিই বিস্মিত হয়েছি।’

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে