ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা

প্রকাশিত: ১৯:৩৯, ৭ নভেম্বর ২০২৪

আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন বিএএফ শাহীন কলেজ ঢাকার খেলোয়াড়রা (ছবি : আইএসপিআর)

বাংলাদেশ বিমানবাহিনীর শাহীন কলেজসমূহের আন্ত শাহীন হকি প্রতিযোগিতা শেষ হয়েছে বৃহস্পতিবার। চূড়ান্ত খেলায় বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-২ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের আব্দুল কাদের জিলানি শ্রেষ্ঠ খেলোয়াড় এবং বিজিত দলের মারুফ হাসান দিপু সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। 

বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং বিএএফ সেমসের পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল খায়ের উল আফসার প্রধান অতিথি হিসেবে বিজয়ী বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
 

রুমেল খান

×