ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

এমবাপ্পের দুর্বলতা!

প্রকাশিত: ২১:২০, ৪ নভেম্বর ২০২৪

এমবাপ্পের দুর্বলতা!

রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: ফাইল

রিয়াল মাদ্রিদে এসেই মানিয়ে নিতে কিছুটা সময় লেগেছে কিলিয়ান এমবাপ্পের। এরপর টানা কিছু ম্যাচে ভালো খেলেন তিনি, গোলও পান। কিন্তু আবার গোল খরায় ভুগছেন এই ফ্রান্স তারকা। ভালো খেলতে পারছেন এমনও নয়। বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হারের পরই যেন আলগা হয়ে গেছে সাবেক পিএসজি তারকার ফর্মহীন চেহারা।

এমবাপ্পেকে নিয়ে চিন্তিত রিয়াল মাদ্রিদও নাকি খুঁজে বের করেছে তার দুর্বলতা। তা হচ্ছে- তিনি একবার বল হারালে তা ফিরে পাওয়ার জন্য কোনরকম প্রেস করেন না। যে কারণে সুবিধা পেয়ে যায় প্রতিপক্ষ। বার্সেলোনার হাইলাইন ডিফেন্সের বিপক্ষে ‘জিরো প্রেসিং’ ফর্মুলা নেন তিনি।

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি নাকি এমবাপ্পেকে বলেছেন, তার সমস্যার সমাধান তাকেই করতে হবে। আক্রমণে আরও দায়িত্ব নিতে হবে। প্রেসিং ফুটবলের সঙ্গে অভ্যস্ত হতে হবে। চলতি মৌসুমে ফ্রান্সম্যান সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ৮ গোল করেছেন।

এদিকে সাংবাদিক রোমান মলিনা দিয়েছেন বিস্ফোরক তথ্য। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ছাড়া নাকি লস ব্লাঙ্কোস শিবিরে এমবাপ্পেকে চাননি কেউ। রিয়ালের সকলে নাকি এখন এমবাপ্পেকে কেনার জন্য অনুতপ্ত। তাকে কিনে ঠকে গেছে রিয়াল। তিনি দাবি করেছেন, অফ দ্য রেকর্ড রিয়াল মাদ্রদের অনেকে তাকে এই তথ্যও জানিয়েছেন।

 

ইসরাত

×