ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

এবার নেপালের কাছে হার অস্ট্রেলিয়ার!

প্রকাশিত: ২১:০৬, ২ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:০৯, ২ নভেম্বর ২০২৪

এবার নেপালের কাছে হার অস্ট্রেলিয়ার!

নেপাল ক্রিকেট টিম

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসে প্রথমবার অংশ নিয়েই চমক দেখালো নেপাল। টুর্নামেন্টে নিজেদের দুই গ্রুপ ম্যাচেই জয় পেয়েছে নেপাল। সেই দুই ম্যাচে নেপালের প্রতিপক্ষ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া! নেপাল শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করে ইংল্যান্ডকে। আজ শনিবার দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।

 

আজ অস্ট্রেলিয়াকে ১১ রানে হারায় নেপাল। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নেপাল নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে তোলে ১১১ রান।

ফিফটি করেন ক্যাপ্টেন সন্দীপ। তিনি ১৬ বলে ৫১ রান করে ব্যাট ছেড়ে দেন (স্বেচ্ছায় অবসর)। ১৩ বলে ৩৩ রান করেন লোকেশ বাম। ২টি ছক্কার সাহায্যে ২ বলে ১২ রান করে অপরাজিত থাকেন রশিদ খান।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০০ রানে আটকে যায়। ১৫ বলে ৫৫ রান করেন জ্যাক উড। প্রতীস জিসি ২ ওভারে ২৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন।

তবে কোয়ার্টার ফাইনালে নেপাল হেরে যায় শ্রীলঙ্কার কাছে।

শিহাব উদ্দিন

×