ঢাকা, বাংলাদেশ   সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েই ব্রাজিলের ‘হেক্সা’ মিশন পূরণ

প্রকাশিত: ১৪:২৫, ৭ অক্টোবর ২০২৪

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েই ব্রাজিলের ‘হেক্সা’ মিশন পূরণ

রেকর্ড ষষ্ঠ ফুটসাল বিশ্বকাপ জয়ের আনন্দে ব্রাজিল শিবিরে

বিশ্ব ফুটবলে ‘হেক্সা’ শব্দটি যেন সবার কাছেই পরিচিত। বিশেষ করে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের জন্য তো এটা পরম আরাধ্য একটি বিষয়। কেননা, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা জয়ের স্বপ্ন সেই দীর্ঘদিনের। যা এখন পর্যন্ত পূরণ করতে পারেনি সেলেসাওরা।

তবে এবার ফিফা ফুটসাল বিশ্বকাপের ষষ্ঠ শিরোপা জয়ের রেকর্ড গড়েছে ব্রাজিল। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারিয়েই। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে স্বপ্নের হেক্সা মিশন সম্পূর্ণ করেছে।

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় জমে উঠেছিল ফাইনাল। তবে ম্যাচের শুরুতেই প্রথম এগিয়ে যায় পেলে-নেইমারের দেশটি। ৫ মিনিটে ব্রাজিলের হয়ে গোলটি করেন ফেরাও। ম্যাচের ১২ মিনিট ৩৪ সেকেন্ডে গোল ব্যবধান দ্বিগুন করেন রাফা সান্তোস। দুই গোল হজম করেও অবশ্য হাল ছাড়েনি ম্যারাডোনা-মেসির দেশটি। ৩৮ মিনিটে আর্জেন্টিনার রোহা এক গোল পরিশোধ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আর্জেন্টিনা। তবে এরপর আর গোল না হলে ষষ্টবারের মতো ফিফা ফুটসাল বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠে ব্রাজিল।

১৯৮৯ সালে প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ব্রাজিল সর্বশেষ এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছিল ২০১২ সালে। এর আগে ১৯৯২, ১৯৯৬ এবং ২০০৮ সালেও চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।

রেকর্ড ষষ্টবারের মতো ফিফা ফুটসাল বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে ব্রাজিলিয়ানরা। সেরা গোলকিপার হয়েছেন ব্রাজিলের উইলিয়ান। সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন উইঙ্গার মার্সেল। সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জয় করেন দিয়েগো।

 

জিএম মোস্তফা/ টুম্পা

×