ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সার্চ কমিটির ইমরোজকে নিয়ে আপত্তি হকি খেলোয়াড়দের!

প্রকাশিত: ১৮:৩৮, ৩ অক্টোবর ২০২৪

সার্চ কমিটির ইমরোজকে নিয়ে আপত্তি হকি খেলোয়াড়দের!

সার্চ কমিটির ইমরোজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিচ্ছেন হকি খেলোয়াড়রা

ক্রীড়াঙ্গনে কদিন আগেই গঠিত হয়েছে বহুল আলোচিত সার্চ কমিটি। কিন্তু শুরুতেই এই কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তরফদার মো. রুহুল আমিনের প্রার্থিতা ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন মহিউদ্দিন। পরে তাকে সার্চ কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার পরিবর্তে নেয়া হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলামকে। 

এর আগে দেশের ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলো সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপনের জন্য ২৯ আগস্ট ক্রীড়া সংগঠক জোবায়েদুর রহমান রানাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মেজর (অব) ইমরোজ আহমেদ, এমএম কায়সার ও আবুল কালাম আজাদ মজুমদার। 

মহিউদ্দিনের পর এবার সার্চ কমিটির আরেক সদস্য সাবেক হকি খেলোয়াড় অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হকি খেলোয়াড়রা। 

আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজের অপসারণ চেয়ে মানববন্ধনের পর ক্রীড়া উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছেন কয়েকজন সাবেক হকি খেলোয়াড় ও সংগঠক। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পী। 

জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধনের ব্যানারে ইমরোজকে আওয়ামী লিগের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি জমা দিতে আসা শহিদুল্লাহ টিটু, হাজী হুমায়ন, আরিফুল হক প্রিন্স যুবলীগের বহিষ্কৃত নেতা মমিনুল হক সাঈদের সঙ্গে একই প্যানেলে ফেডারেশনের কমিটিতে নির্বাচন করেছেন।
 

রুমেল খান

×