ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সেরা কৌশলের খোঁজে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ১৫ আগস্ট ২০২৪

সেরা কৌশলের খোঁজে পাকিস্তান

টেস্ট অধিনায়ক শান মাসুদ

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরের পর আর টেস্ট খেলেনি পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আভিজাত্যের আঙিনায় ফিরবে দলটি। তার চেয়েও বড় বিষয়, ঘরের মাঠে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে সর্বশেষ তিনটি হোমসিরিজে একটি টেস্টও জিততে পারেনি পাকিস্তান! ‘সত্যি বলতে ঘরের মাঠে আমাদের সেরা কৌশল খুঁজে বের করতে হবে।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্টে বলেছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। এ সময় নতুন কোচ জেসন গিলেস্পিও তার সঙ্গে ছিলেন। সাবেক অস্ট্রেলিয়ান পেসারের কণ্ঠেও একই প্রত্যয়। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু প্রথম টেস্ট, করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ আগস্ট। মাসুদ বলেন, ‘আমরা ২০১৯ সাল থেকে ঘরের মাঠে খেলছি।

ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ভিন্ন ভিন্ন সময়ে খেলেছি, আমরা এখনো নিজেদের সেরা কৌশল খুঁজে নিতে পারিনি, যে কৌশল আমাদের ব্যাটিং, বোলিং ও আমাদের খেলার ধরনের সঙ্গে যায়। এই কৌশলটা আমাদের খুব দ্রুতই খুঁজে বের করতে হবে। দল হিসেবে জিতব কীভাবে, সেটা জানতে হবে। 

কোন কন্ডিশনে আমাদের সঙ্গে বেশি মানানসই; কীভাবে শুধু লড়াই করার চিন্তা নয়, প্রতিপক্ষের বিপক্ষে আমরা চালকের আসনে বসতে পারব, সেটা ভাবতে হবে।’ টেস্ট দলের নতুন কোচ গিলেস্পি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দল সব বিভাগেই দারুণ। পেস বোলিং, স্লোয়ার বোলিং, কিংবা বাউন্সি উইকেট, যেখানে পেসাররা সহায়তা পায় বা ধীরগতির উইকেট, সবখানেই।

×